Return Policy
রিটার্ন এবং রি-ফান্ড পলিসিঃ
আমরা Deshi Fish এর মাধ্যমে যেহেতু ঢাকা সহ সারা বাংলাদেশ এ ডেলিভারি করে থাকি, যদি কোন প্রকার সমস্যা হয় যেমনঃ কোয়ালিটিতে সমস্যা অথবা একটা প্রডাক্ট এর জায়গায় অন্য একটা প্রডাক্ট চলে যাওয়া অথবা প্রডাক্টে অন্য কোন সমস্যা থাকে, আপনি ২ ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যাটি আমাদেরকে বললে আমাদের কাছে যদি উক্ত প্রডাক্টটি stock এ থাকে তখন আমরা আপনাদের হাতে উক্ত প্রডাক্ট টি পৌঁছে দেবো পরবর্তী ২ ঘন্টার ভেতরে উক্ত প্রডাক্ট টি যদি available না থাকে সে ক্ষেত্রে আমরা ২ কর্মদিবসের মধ্যে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে আপনার টাকা আপনার কাছে পৌছে দিব।
বিশেষ দ্রষ্টব্যঃ
ডেলিভারির ২৪ ঘন্টার মধ্যে যোগাযোগ না করা হলে, সেক্ষেত্রে আপনার কোন অভিযোগ ই গ্রহনযোগ্য হবে না।
প্রডাক্ট এর কোন সমস্যা ব্যাতিত আমরা কখনই প্রডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ করে থাকিনা।